মোঃ সোহাগ হোসেন, (শার্শা) যশোর
যশোরের শার্শা উপজেলার কায়বা এলাকা থেকে মাদকদ্রব্য ইয়াবা ও গাঁজাসহ শরিফুল ইসলাম (২৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার (০২ মার্চ) রাত নয় ঘটিকার সয়ম কায়বা ইউনিয়নের চালতাবাড়িয়া বাজারের জনৈক মিলনের রড় সিমেন্ট এর দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক শরিফুল ইসলাম চালতাবাড়িয়া মোল্লাপাড়া গ্রামের মনিরুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, মাদক বেচাকেনার গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার অফিসার ইনচার্জ শেখ মোঃ মনিরুজ্জামান (পিপিএম) এর নেতৃত্বে পুলিশের একটি টিম চালতাবাড়িয়া বাজারে পৌঁছলে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি শরিফুল ইসলাম পালানোর চেষ্টা কালে ২০ (বিশ) পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ (পঞ্চাশ) গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক হয়।
জব্দকৃত মাদকদ্রব্য ইয়াবা ও গাঁজার আনুমানিক মূল্য নয় হাজার টাকা।
শার্শা থানার অফিসার ইনচার্জ শেখ মোঃ মনিরুজ্জামান (পিপিএম) জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে শনিবার দুপুরে যশোর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।