মোবাশ্বের নেছারী কুড়িগ্রাম সংবাদদাতা
কুড়িগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ০৭ কেজি গাঁজাসহ মাদক কারবারি মোঃ রুবেল ইসলাম (২৪)কে হাতেনাতে আটক করেছে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) আনুমানিক সন্ধ্যা ৭টায় ফুলবাড়ী থানাধীন ৮নং ওয়ার্ডের চন্দ্রখানা বালাটারি গ্রামের কুখ্যাত মাদক কারবারি মো. রুবেল ইসলামকে ৭ গ্রেপ্তার করা হয় ।
বিষয়টি নিশ্চিত করেন, কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন। তিনি বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।