ইয়াহিয়া খান, চৌহালী (সিরাজগঞ্জ) সংবাদদাতা
সিরাজগঞ্জের এনায়েতপুরে ভার্সিটি ঘাট সংলগ্ন ব্রাহ্মণগ্রামে “মাদক বর্জন করি, খেলা ধরি” এই শ্লোগানের মধ্য দিয়ে যুবকদের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
এ ম্যাচটি (১৭ই ফেব্রুয়ারি) শনিবার রাত ৯ টায় অনুষ্ঠিত হয়েছে। এই ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলায় অংশগ্রহণ করেছেন দুটি দল, ব্রাহ্মণগ্রাম উত্তরপাড়া ব্যাডমিন্টন ক্লাব -বনাম- গোপালপুর ব্যাডমিন্টন ক্লাব। খেলাটি ৫ গেইমে অনুষ্ঠিত হয়। পরে টানা তিনবার জয়ী হন গোপালপুর ব্যাডমিন্টন ক্লাব।
উক্ত খেলায় সভাপতিত্ব করেন, এনায়েতপুর হাট বণিক সমিতির সভাপতি মোঃ মাসুদ রানা।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এনায়েতপুর হাট বণিক সমিতির সাধারণ সম্পাদক ডাঃ মোঃ মোফাজ্জল হোসেন এবং এনায়েতপুর হাট বণিক সমিতির সহ-সভাপতি সাংবাদিক মোঃ মুক্তার হাসান।
এসময় আরো উপস্থিত ছিলেন, মেহের-উন-নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ সামসেদ হোসেন, স্থল ইউ,পি সদস্য মনিরুল ইসলাম, এনায়েতপুর থানা বিএনপির যুগ্ম আহবায়ক বিজয় আহমেদ, মোঃ রবিউল সরকার, রেজা সরকার ও রবিউল (মহরী) প্রমুখ।
উক্ত খেলা পরিচালনা করেন, মোঃ রাজ্জাক সরকার ও মোঃ সুলতান সরকার।
পরিশেষে অতিথি ও কমেটির মাঝে ক্রেস বিতরণ করা হয়। এ সময় বিজয়ী দল, রানার্সআপ দলসহ অন্যান্য দলের খেলোয়াড়ের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।