মোবাশ্বের নেছারী,কুড়িগ্রাম সংবাদদাতা
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরীতে ১শত বোতল ইস্কাপ ও ৯৫ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ কুখ্যাত মাদক সম্রাজ্ঞী আনজুয়ারা বেগম (৪০)কে আটক করেছে পুলিশ।
আজ শুক্রবার (১৬ফেব্রুয়ারি) সকালের দিকে নাগেশ্বরী থানাধীন রামখানা ইউনিয়নের পশ্চিম রামখানা নাগরাজ এলাকার কুখ্যাত মাদক সম্রাজ্ঞী আনজুয়ারা বেগম (৪০) এর নিজ বসতবাড়ির আঙ্গিনায় গর্তের ভিতর দুইটি মাটির কলসীর মধ্যে অভিনব কায়দায় রক্ষিত অবস্থায় ৯৫ বোতল ফেনসিডিল এবং ১০০ বোতল ইস্কাপ উদ্ধারসহ হাতেনাতে গ্রেফতার করে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারি নাগেশ্বরী থানা এলাকায় নিজ বসতবাড়িতে অভিনব কায়দায় মাটির নিচে কলসের ভেতর মাদক মজুদ করে রেখেছিল।
এ অবস্হায় আসামিকে মাদকসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। এব্যপারে নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেপ্তার আসামীর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।