মোবাশ্বের নেছারী কুড়িগ্রাম সংবাদদাতা
কুড়িগ্রামে ১২০০ পিস ইয়াবাসহ বাবুল আকতার (৩৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১১টায় সময় উলিপুর থানার নামাজেরচর তদন্ত কেন্দ্রের একটি টিম সাহেবের আলগা ইউনিয়নের দক্ষিণ নামাজের চর গ্রাম থেকে রৌমারী থানার চর বোয়ালমারী গ্রামের কুখ্যাত মাদক কারবারি মোঃ বাবুল আকতার (৩৫)’কে ১২০০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে উলিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। তিনি আরো বলেন, কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।